ঢাকা শনিবার, ১১ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১


জাবিতে ক্লাস নিলেন তথ্যমন্ত্রী


১৮ জানুয়ারী ২০১৯ ০৭:৪২

আপডেট:
১১ মে ২০২৪ ১০:৪৭

জাবিতে ক্লাস নিলেন তথ্যমন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবে ক্লাস নিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকেল সোয়া ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভাগটির স্নাতকোত্তর শিক্ষার্থীদের ‘গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ কোর্সের (৫০২ নং কোর্স)’ ক্লাস নেন তিনি।

যদিও এর আগেও হাছান মাহমুদ খণ্ডকালীন শিক্ষক হিসেবে বিভাগটির শিক্ষার্থীদের পড়িয়েছেন। তবে মন্ত্রী হওয়ার পর বৃহস্পতিবার প্রথম তিনি ওই কোর্সের ক্লাস নিয়েছেন।


বিভাগটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া বলেন, ওই কোর্সটি ছিল আমার কোর্স। মন্ত্রী মহোদয় আমার সঙ্গে শেয়ার করে ক্লাস নিয়েছেন। তিনি ২০%, আমি ৮০ %। এর আগে তিনি তিন ঘণ্টা করে ৪টি ক্লাস নিয়েছেন। আজ শিক্ষার্থীদের শেষ ক্লাস ছিল। ২৪ জানুয়ারি থেকে তাদের ফাইনাল পরীক্ষা। শিক্ষার্থীরা বলছিল, তাদের আর একটা ক্লাস দরকার। আমি মন্ত্রী মহোদয়কে বললাম। তারপর তিনি বললেন, ঠিক আছে ক্লাস নেব।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় তো তেমন সম্মানী দিতে পারেন না। খণ্ডকালীন শিক্ষক হিসেবে তিনি প্রতি কোর্সের জন্য এক হাজার টাকা করে পান।

প্রসঙ্গত, ড. হাছান মাহমুদ গত বছরের সেপ্টেম্বর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন।