ঢাকা সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


মোদির নাগরিকত্বের কোনো কাগজপত্র নেই: প্রধানমন্ত্রী কার্যালয়


১ মার্চ ২০২০ ১৭:২০

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ০০:০৬

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাগরিকত্বের কোনো কাগজপত্র নেই। জন্মসূত্রেই তিনি ভারতীয়। এমন তথ্য জানিয়েছে খোদ প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)।

আনন্দবাজার জানায়, তথ্য অধিকার আইনে (আরটিআই) মোদির নাগরিকত্ব নিয়ে এক ব্যক্তির প্রশ্নের জবাবে পিএমও এ তথ্য দিয়েছে।


কাগজপত্রের অভাবে নাগরিকত্ব তালিকায় (এনআরসি) নাম তুলতে না পেরে অনিশ্চিত জীবন যাপন করছে আসামের হাজার হাজার মানুষ। আত্মহত্যাও করেছেন অনেকে। বন্দিশিবিরে আটক রয়েছেন বহু মানুষ।

কাগজপত্র জোগাড় করতে না পেরে এনআরসি আতঙ্কে পশ্চিমবঙ্গে বেশ কয়েকজন আত্মহত্যা করেছেন। এরই মধ্যে খোদ প্রধানমন্ত্রী মোদির নাগরিকত্বের কাগজপত্র না থাকার তথ্য দিয়েছে পিএমও। অথচ এনআরসি করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে বিজেপি সরকার।

জানা গেছে, গত ১৭ জানুয়ারি শুভঙ্কর সরকার নামে এক ব্যক্তি আরটিআই-এর মাধ্যমে জানতে চান প্রধানমন্ত্রীর নাগরিকত্বের কাগজপত্র রয়েছে কিনা।

জবাবে পিএমও সচিব প্রবীণ কুমার জানান, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৩ ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী জন্মসূত্রেই ভারতীয়।

এখন প্রশ্ন উঠেছে- এর পরে নাগরিকত্বের কাগজপত্র চাওয়া হলে সাধারণ জনগণও যদি জন্মসূত্রে নাগরিকত্বের দাবি তোলে, তা কি গ্রাহ্য হবে?

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে একাধিকবার জানিয়েছে, ২০১১ ও ২০১৫ সালের জাতীয় জনগণনা পঞ্জি প্রক্রিয়ার পরে দেওয়া পরিচয়পত্র যাদের কাছে নেই, তারা নাগরিক নন।

দেশের মানুষের বড় অংশের কাছেই সেই পরিচয়পত্র নেই।
বিরোধী দলের নেতা প্রশ্ন তুলেছেন, তাহলে বিজেপি কাদের ভোটে জিতল? অবশ্য এ প্রশ্নের জবাব দেয়নি নরেন্দ্র মোদি সরকার।

New Delhi: In reply to an RTI filed by an Indian citizen questioning the citizenship of Prime Minister Narendra Modi, the PMO office has replied that Prime Minister Narendra Modi has no citizenship certificate because he is an Indian citizen by birth.

RTI response
Protests against CAA
Ever since the BJP government at the centre has passed the Citizenship Amendment Act, protests against CAA are continued across the country and every citizen of the country is worried over how to prove his citizenship.

RTI filed
Meanwhile, one Subhankar Sarkar filed an RTI on January 17, 2020 asking for the citizenship certificate of prime minister of India Mr Narendra Modi.

Response to RTI
In response to his RTI, the Under Secretary of the PMO Praveen Kumar wrote: “Prime Minister Shri Narendra Modi is a citizen of India by birth in terms of Section 3 of the Citizenship Act, 1955 and as such the question of his having a citizenship certificate which is for citizenship by registration does not arise.”

The response of Prime Minister’s Office is ambiguous and unclear.

The citizens of India are worried on the issue of citizenship, even the PMO fails to show the citizenship certificate of Prime Minister Narendra Modi.

What’s good for the goose is good for the gander
After the implementation of CAA if the government officials ask for citizenship document, the citizens can claim themselves to be citizens by birth as in the case of prime minster Narendra Modi. But the question is whether such claim by an ordinary citizen will be accepted?


This post was last modified on February 29, 2020 8:29 pm