ঢাকা সোমবার, ৭ই জুলাই ২০২৫, ২৩শে আষাঢ় ১৪৩২


খালেদা জিয়ার মুক্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ


প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২০ ০২:৩৭

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং ১ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সারা দেশে ছাত্রলীগ ও পুলিশ কর্তৃক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে  জগন্নাথ বিশ্ববিদ্যালয়  ছাত্রদল।

রবিবার সকাল সাড়ে ৯টায় মিছিলটি রাজধানীর পুরান ঢাকার রায় সাহেব বাজার থেকে শুরু   হয়ে  জর্জকোর্ট  ঘুরে নবাব পুর এসে শেষ হয়।

এ সময় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগানে দেন দলের নেতাকর্মীরা।

এসময় নেতাকর্মীরা বলেন, ‘এই সরকার দেশনেত্রী খালেদা জিয়াকে সম্পূর্ণ অন্যায়ভাবে জেলে আটক করে রেখেছে। আমরা সরকারের কাছে বরাবরের মতো গণতান্ত্রিকভাবে দাবি জানিয়ে আসছি। আর তার ধারাবাহিকতায় আমাদের এ কর্মসূচি।