সাবেক এমপি দুর্জয় ৪ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় মানিকগঞ্জ- ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে ৪ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার শুনানি নিয়ে এ আদেশ দেন মানিকগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী। এদিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা। এ আবেদনের পক্ষে শুনানি করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি হুমায়ন কবির। আসামিপক্ষে ছিলেন নজরুল ইসলাম বাদশাসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী।
শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন অতিরিক্ত পিপি বুলবুল আহমেদ গোলাপ। তিনি জানান, গত ৩ ডিসেম্বর বিস্ফোরক দ্রব্য আইনে দুর্জয়ের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন সাদিকুল ইসলাম রাব্বি নামের একজন।
মামলার বিবরণ অনুযায়ী, সাবেক সংসদ সদস্য দুর্জয় ছাত্র আন্দোলনে হামলার নির্দেশদাতা। তার নির্দেশে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি করা হয়েছে।
এদিন দুর্জয়ের বিচার দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ দেখান বিএনপির নেতাকর্মীরা।
এর আগে বুধবার রাতে ঢাকার লালমাটিয়া থেকে দুর্জয়কে গ্রেপ্তার করে পুলিশ। পটপরিবর্তনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি খেলোয়াড় থেকে আওয়ামী লীগের রাজনীতিতে নাম লেখানো টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়কে।
২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রথমবার মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দুর্জয়। পরের সংসদেও জয়ী হন তিনি। তবে ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে তাকে মনোয়ন দেয়নি আওয়ামী লীগ।
২০২৪ সালের ৫ অগাস্ট সরকার পতনের পর দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্জয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করে।
গত ২৬ সেপ্টেম্বর দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের ব্যাংক হিসাব তলব করে দুদক। ৩ অক্টোবর তাদের দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। এরপর ১৮ ডিসেম্বর দুর্জয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি বিরোধী সংস্থাটি।