ঢাকা শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২


আল্লামা সাঈদীর পক্ষে সাক্ষ্যদান

গুমের অভিযোগ তুললেন সুরঞ্জন বালি


প্রকাশিত:
২১ আগস্ট ২০২৫ ১৩:৩৪

আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে গুমসহ নির্যাতনের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন সাক্ষী সুরঞ্জন বালি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার নামও রয়েছে।

অন্য আসামিরা হলেন- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক বিচারক বিচারপতি এটিএম ফজলে কবির, ট্রাইব্যুনালের মামলার তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন, পিরোজপুর-১ আসনের এমপি একেএম আউয়াল ওরফে সাইদুর রহমান।

এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, সাবেক প্রসিকিউটর রানা দাসগুপ্ত, তৎকালীন তদন্ত সংস্থা প্রধান সানাউল হক, পিরোজপুর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আলাউদ্দিন, পিরোজপুর সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান, পিরোজপুর জেলা যুবলীগের সভাপতি আখতারুজ্জামান জুলুসহ ৩২ জন।

অভিযোগে উল্লেখ করা হয়, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা হয়। এতে মিথ্যা সাক্ষ্য দিতে চাপ দেন অভিযুক্তরা। কিন্তু সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসায় সুরঞ্জনকে গুম-অপহরণসহ প্রায় পাঁচ বছর ভারতে অবৈধভাবে কারাবন্দি করে রেখে নির্যাতন চালানো হয়। যা আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতাবিরোধী অপরাধ।

উল্লেখ্য, জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর মামলায় আলোচিত সাক্ষী ছিলেন সুখরঞ্জন বালি। ২০১২ সালের ৫ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাইদীর পক্ষে সাক্ষ্য দিতে আসেন। কিন্তু আদালত চত্বর থেকেই সাদা পোশাকে তুলে নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে তাকে ভারতে নেওয়া হয়। প্রায় পাঁচ বছর দেশটির কারাগারে থাকার পর তিনি বাংলাদেশে ফেরেন।