তৃতীয় লিঙ্গের মানুষদের কোরবানীর গরু উপহার দিলেন এমপি!

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে তৃতীয় লিঙ্গের মানুষদের কোরবানীর গরু উপহার দিয়েছেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন।
রবিবার সকালে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন এমপির ব্যক্তিগত অর্থায়নে উপহার হিসেবে কোরবানীর গরু জামালপুরে তৃতীয় লিঙ্গের সংগঠন সিড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ূরীর কাছে এমপির পক্ষে হস্তান্তর করেন তার ব্যক্তিগত সহকারী সাইফুল রাহাত। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র, মশিউর রহমান, মাহফুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, করোনার এই সংকটকালীন সময়ে সরকার কর্মহীন নিম্ন আয়ের মানুষদের খাদ্য ও অর্থ সহায়তা দিয়ে যাচ্ছে। সরকারের পাশাপাশি সমাজের সামর্থবান ব্যক্তিরা সহায়তার হাত বাড়িয়ে দিলে এই সংকটে কেউ না খেয়ে থাকবেনা।