ঢাকা বুধবার, ১২ই মার্চ ২০২৫, ২৯শে ফাল্গুন ১৪৩১


সমাধান কোথায় ?

ট্রাফিক জ্যাম: বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি


২২ নভেম্বর ২০২৪ ২২:১০

আপডেট:
২২ নভেম্বর ২০২৪ ২২:১২

বাংলাদেশের শহরগুলো বিশেষত রাজধানী ঢাকা, ক্রমবর্ধমান ট্রাফিক জ্যামের শিকার। যাতায়াতের জন্য ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকার এই সমস্যাটি শুধু নাগরিক জীবনে দুর্ভোগ সৃষ্টি করছে না, এটি দেশের অর্থনীতিতেও বিরূপ প্রভাব ফেলছে। বিভিন্ন গবেষণায় পাওয়া তথ্য অনুসারে ট্রাফিক জ্যামের ফলে সময়, জ্বালানি, এবং উৎপাদনশীলতার অপচয়ের কারণে দেশের বার্ষিক আর্থিক ক্ষতি কয়েক বিলিয়ন ডলারের সমান। ট্রাফিক জ্যাম ও এর আর্থিক প্রভাব

বিশেষজ্ঞদের মতে, ঢাকার ট্রাফিক জ্যামের কারণে বাংলাদেশের জিডিপি (GDP) উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হচ্ছে। গবেষণা বলছে, প্রতিদিন কোটি কোটি কর্মঘণ্টা অপচয় হচ্ছে, যা উৎপাদনশীলতাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

 

শ্রমঘণ্টার অপচয় নিয়ে বলতে গেলে অফিসগামী কর্মী এবং শিক্ষার্থীরা প্রতিদিন গড়ে ২-৪ ঘণ্টা রাস্তায় আটকে থাকে। এমনকি রাষ্ট্র পরিচালনায় ব্যক্তিদেও দেখা যায় জ্যামে ঘন্টার পর ঘন্টার বসে থাকতে যা দেশের সার্বিক রাষ্ট্র পরিচালনাকে ব্যাহত করে। এই সময়ের অপচয়ের আর্থিক মূল্য অগণিত। জ্বালানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় যানজটে আটকে থাকা গাড়ি অতিরিক্ত জ্বালানি খরচ করে, যা আমদানিকৃত জ্বালানির ওপর চাপ সৃষ্টি করে। বিশ্বব্যাংকের মতে, ঢাকা শহরের যানজটের কারণে বছরে প্রায় কয়েকশ কোটি টাকা জ্বালানি অপচয় হয়। এটি সামগ্রিক অর্থনীতিকে দুর্বল করে। পরিবেশ দূষণ তো হচ্ছেই। জ্যামের কারণে যানবাহনের ইঞ্জিন থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড ও অন্যান্য দূষণকারী গ্যাসের পরিমাণ বাড়ে। এটি পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ায়, যার পরোক্ষ আর্থিক ক্ষতি রয়েছে।

বৃদ্ধি পাচ্ছে পরিবহন খরচ। 

ট্রাফিক জ্যামের কারণে পণ্য পরিবহন ধীরগতিতে হয় এবং খরচ বৃদ্ধি পায়। এটি সামগ্রিকভাবে পণ্য ও সেবার মূল্য বাড়ায়, যা অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলে।

স্বাস্থ্য সমস্যা এবং চিকিৎসা ব্যয় বৃদ্ধি আরো এক ভোগান্তি। যানজটে থাকার কারণে মানুষ নানা স্বাস্থ্য সমস্যা সম্মুখীন হচ্ছে। আমার জরিপ থেকে ভোগা কয়েকটি প্রধান স্বাস্থ্য সমস্যা: শ্বাসকষ্ট, মাথাব্যথা, মানসিক চাপ, শ্রবণ সমস্যা, অতিরিক্ত ঘাম ঝরা, শারীরিক ও মানসিক ক্লান্তি। এই সমস্যাগুলো মোকাবিলায় বাড়তি চিকিৎসা ব্যয় হয়।

সড়ক দুর্ঘটনা জনিত ক্ষতিও কম নয়। ট্র্যাফিক জ্যামে কারণে সৃষ্টির বিভিন্ন দুর্ঘটনা। সেই সড়ক দুর্ঘটনা এবং এর প্রভাবে সৃষ্ট ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা। এসব দুর্ঘটনার কারণে বছরে মোট জাতীয় উৎপাদনের (জিডিপি) ২ থেকে ৩ শতাংশ হারাচ্ছে বাংলাদেশ।

বার্ষিক ক্ষতির হিসাব করলে

ঢাকার যানজটের কারণে বাংলাদেশ প্রতি বছর প্রায় ১১.৪ বিলিয়ন ডলার (বিশ্বব্যাংকের একটি রিপোর্ট অনুযায়ী) অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়।

 

ট্রাফিক জ্যামের কারণে বাংলাদেশের অর্থনীতে মারাত্মক প্রভাব পড়তেছে । সময়োপযোগী ব্যবস্থা না নিলে এটি আরও বড় সংকটে রূপ নিতে পারে। সরকার, নাগরিক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সম্মিলিত প্রচেষ্টায় এই সমস্যার টেকসই সমাধান সম্ভব। সময় এসেছে, আমরা সকলে মিলে একটি কার্যকর এবং পরিবেশবান্ধব শহর গড়ে তুলি। 

 

মাহফুজ মেহেদী

শিক্ষার্থী

লোকপ্রশাসন বিভাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা-১১০০। 


country, jam