ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

ছোয়া বাঁচতে চায়, প্রয়োজন ১২ লাখ টাকা


২২ এপ্রিল ২০১৯ ০৩:৫৫

আপডেট:
২২ এপ্রিল ২০১৯ ২৩:০২

সারাবান তহুরা ছোয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ১২ সেমিষ্টারের ছাত্রী।

সারাবান তহুরা ছোয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ১২ সেমিষ্টারের ছাত্রী।

বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ভালোই চলছিল সবকিছু। কিন্তু মরণ ব্যাধি ক্যানসার সবকিছু যেন ওলট পালট করে দেয়।

কিছুদিন আগেও যে সপ্নগুলো ছোয়া দেখছিল এখন সবকিছুই যেন মুহূর্তেই তছনছ হয়ে যাচ্ছে।

জানা যায়, আকস্মিক ২০১৮ সালে পাকস্থলীতে হঠাৎ একটা টিউমার ধরা পড়ে। ড.আনোয়ার হোসেনের তত্ত্বধানে হাসপাতালে ভর্তি করা হয় ছোয়াকে। তখন ডাক্তাররা পরীক্ষা করে বললেন রোগী বাচাঁতে হলে পাকস্থলির ৯৫% কেটে ফেলতে হবে।

চিকিৎসুকের পরামর্শ অনুযায়ী অপারেশন করা হয়। সাথে ৬টি কেমোথেরাপি দেওয়া হয়।কিছুদিন ব্যবধানে ২০১৯ সালে আবারো পাকস্থালিতে টিউমার ধরা পড়ে । যেটা গত ১৫ এপ্রিল অপারেশন করা হয়।

বর্তমান তিনি ধানমন্ডি আহমেদ জেনারেল ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এপর্যন্ত চিকিৎসার জন্য প্রায় ২৮ লাখ টাকা খরচ হয়ে গেছে ছোয়ার পরিবারের।  এখন প্রায় ১২ লাখ টাকার প্রয়োজন।
জানা যায়, ছোয়ার বাবা ক্ষুদ্র ব্যবসায়ী। একসঙ্গে এত টাকার বন্দোবস্ত করতে অপারগ। তাই ছোয়ার ক্ষুদ্র ব্যবসায়ী বাবা সমাজের দানশীল ও বিত্তবানদের প্রতি আবেদন জানিয়েছেন মেয়ের চিকিৎসায় সাহায্যের জন্য। এই অবস্থায় আপনাদের সবার সহযোগিতাই পারে ছোয়ার জীবন বাঁচাতে।

সাহায্য পাঠানোর ঠিকানা :
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড
হিসাব নং: ১১৭.১৫১.৮৭৩৪৩ জসিম উদ্দিন, উত্তরা শাখা
মির্জা হোসেন:০১৯১৩০২৬০৪১ ( রোগীর বাবা)
বিকাশ:০১৭৪৩৭৬৯৬৬৫