উৎসব মুখর হোক নতুন দিনের ভোট: কবি ও গণমাধ্যমকর্মী সফিউল্লাহ আনসারী
জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন দু'হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে। নির্বাচনে পছন্দের প্রার্থীকে ইচ্ছেমতো ভোটাধিকার প্রয়োগ করতে উদগ্রীব পুরাতন এবং নতুন ভোটাররা। বাঁধাহীন, নির্ভয়ে ভোট দিতে ভোটারদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। বিগত সরকারের আমলে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারার কষ্ট এবারের নির্বাচনে লাঘব হবে বলে দেশবাসীর আশা।
আমরা জানি ভোট কেবল সাংবিধানিক প্রক্রিয়াই নয় একটি জাতীর আত্মপরিচয়ের জায়গা এবং উৎসবেরও বিষয়। দীর্ঘ প্রতীক্ষা, প্রত্যাশা ও নানা অভিজ্ঞতার ভেতর দিয়ে মানুষ যখন ভোটকেন্দ্রে যায়, তখন তারা কেবল একটি ব্যালট পেপার নয়, ভবিষ্যতের দিকনির্দেশও হাতে তুলে নেয়। তাই নতুন দিনের ভোট উৎসব মানে শুধু নির্বাচন নয়; আশা-ভরসা, পরিবর্তন ও অংশগ্রহণের সম্মিলিত উদ্যাপন। উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগে ভোটারের মনে স্বপ্ন বেড়ে ওঠে। স্বপ্ন পূরণের সুযোগ সহসাই আসেনা, আশাকরা যায় এবার সেই সুযোগ সঠিকভাবেই কাজে লাগাবেন ভোটাররা।
গণতন্ত্র তখনই প্রাণ পায়, যখন সকল নাগরিক নির্ভয়ে, নির্বিঘ্নে এবং উৎসাহের সঙ্গে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। ভোটের দিনটি যদি ভয় বা অনিশ্চয়তায় পড়ে, তবে সে ভোট গণতন্ত্রকে দুর্বল করে। ভোটাধিকার যখন হয়ে ওঠে উৎসব, মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, তরুণদের উচ্ছ্বাস, প্রবীণদের অভিজ্ঞ দৃষ্টি তখনই গণতন্ত্র তার প্রকৃত রূপে ফিরে আসে।
নতুন দিনের কথা বললে স্বাভাবিকভাবেই আসে জুলাই বিপ্লবের কথা, ছাত্র জনতার আত্মত্যাগ, জবাবদিহিতা, ন্যায়বিচার ও উন্নয়নের প্রত্যাশা। মানুষ চায় এমন প্রতিনিধি, যারা কেবল নির্বাচনের সময় নয়, পুরো মেয়াদজুড়েই জনগণের কথা শুনবে, তাদের পাশে থাকবে। ভোট উৎসব তাই প্রতিশ্রুতির দিন, দায়িত্বের,জবাবদিহিতার জায়গা, পেশীশক্তির নয়। নির্বাচিতদের জন্য এটি স্মরণ করিয়ে দেয় যে ক্ষমতা জনগণের কাছ থেকে পাওয়া আমানত যা নিজের ইচ্ছেমতো ভোগ করার জন নয়, দেশ ও জনগণের সেবার দায়িত্ব কাঁধে তুলে নেয়া।
এই উৎসব সফল করতে দায়িত্ব শুধু ভোটারের নয়; রাষ্ট্র, নির্বাচন কমিশন, প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোরও। সুষ্ঠু পরিবেশ, সমান সুযোগ এবং স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে ভোট উৎসবের সৌন্দর্য নষ্ট হয়। অন্যদিকে দায়িত্বশীল আচরণ, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধা ভোটকে করে তোলে সত্যিকারের আনন্দের উপলক্ষ, উৎসবের আয়োজন।
নতুন দিনের ভোট উৎসব আমাদের মনে করিয়ে দেয় পরিবর্তন কেবলই কাগজে-কলমে কিংবা কথার ফুলঝুরিতে নয়, সকলের অংশগ্রহণে ভয়হীন ভোটের পরিবেশ তৈরী করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান। প্রতিটি ভোটই আশা-ভরসার জায়গা, পরিবর্তন, নতুন সম্ভাবনা এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন। সেই প্রত্যাশিত আলোয় গড়ে উঠুক আগামীর বাংলাদেশ, দূর্ণীতিমুক্ত সমাজ, মানবিক মূল্যবোধ ও অংশগ্রহণমুলক, গণতান্ত্রিক উত্তরণের পথ ধরে। নতুন দিনের নতুন বাংলাদেশ গঠনে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই উৎসব মুখর পরিবেশে নতুন দিনের ভোট সকলের প্রত্যাশা।
