প্রয়োজনে খাবার ভাগাভাগি করে খাব, তবুও একসাথে বাঁচতে চাই

বিশ্বব্যাপী মরণঘাতী ভাইরাস করোনার ভয়াল থাবায় নাকাল রাজধানীর দুস্থ-অসহায়, দিনমজুর এবং খেটে খাওয়া মানুষদের পাশে থাকার ইচ্ছে পোষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী জেরিন দিয়া।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বলেন প্রয়োজনে খাবার ভাগাভাগি করে খাব, তবুও একসাথে বাঁচতে চাই বলে মন্তব্য করেন।
তিনি আরো বলে, আমি জারিন দিয়া। আপাতত ঢাকায় ধানমন্ডিতে অবস্থান করছি।
করোনা ভাইরাসের জন্য আমরা কম বেশি সবাই আর্থিকভাবে সংকটের মধ্যে আছি।
আপনারা যদি কেউ আর্থিক সমস্যায় পড়েন এবং খাবার শেষ হয়ে যায়, আপনি যে ধর্মের বা গোত্রেরই হোন না কেন, ব্যক্তিগত মেসেজ পাঠাতে ভয়, লজ্জা বা সংকোচ করবেন না।
আমি আপনার সাথে আমার খাবার ভাগাভাগি করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করব।
আবার এটা যদি আপনি না হন কিন্তু আপনি এমন কাউকে জানান, তাহলেও প্লিজ আমাকে তিনি যেন আমাকে জানান।
এছাড়া তিনি আরো বলেন, দয়া করে ঢাকার মধ্যে হলে ভালো হয়। কারণ আমি ব্যক্তিগতভাবে উদ্যোগটা নিয়েছি। ঢাকার বাইরে হলে আমি হয়তো যেতে পারবো না
আল্লাহ আমাদের একসাথে এই মহামারীটির বিরুদ্ধে লড়াই করার শক্তি দিন।