আ.লীগের গঠনতন্ত্রে যুক্ত হলো মাদক ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার

ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম সম্মেলনের কাউন্সিল অধিবেশনে দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্রে কয়েকটি বিষয় সংযোজন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে এসব সিদ্ধান্ত হয়।
এতে আওয়ামী মৎস্যজীবী লীগকে সহযোগী সংগঠনের মর্যাদা দেওয়া হয়।
উপদেষ্টামণ্ডলীর পদের সংখ্যা ৪১ থেকে বাড়িয়ে ৫১টি করা হয়।
কাউন্সিলে আগের কমিটির সবাই বহাল আছেন। নতুন ১০ জনের নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
গঠনতন্ত্রে দলের সর্বস্তরের কমিটিতে ৩০ শতাংশ নারী সদস্য নিশ্চিত করার সময়সীমা ২০২০ থেকে বাড়িয়ে ২০২১ করা হয়েছে।
এছাড়া ঘোষণাপত্রে উৎসবমুখর পরিবেশে মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনের বিষয়টি সংযোজন করা হয়েছে।
একই সঙ্গে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের পাশাপাশি মাদক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করা সংযোজন করা হয়েছে।
এর আগে শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছিলেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।