ঢাকা সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


বিআরপি’র মোবাইল নম্বর পরিবর্তনে জালিয়াতির অভিযোগ, ইসিতে চিঠি


প্রকাশিত:
৪ আগস্ট ২০২৫ ২০:৫৯

বাংলাদেশ সংস্কারবাদী পার্টির (বিআরপি) প্রাতিষ্ঠানিক মোবাইল নম্বর পরিবর্তন করতে নির্বাচন কমিশনে (ইসি) একটি জাল আবেদন জমা পড়েছে বলে অভিযোগ উঠেছে। দলটির চেয়ারম্যান ও মহাসচিবের নাম ও স্বাক্ষর জাল করে এই জালিয়াতি করা হয়েছে বলে দাবি করে বিআরপি এর বিরুদ্ধে আনুষ্ঠানিক ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে।

দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে এই জালিয়াতির জন্য দল থেকে বহিষ্কৃত নেতা প্রতারক নাজমুল করিমকে দায়ী করা হয়েছে। চিঠিতে বলা হয়, গত ২০ জুলাই, ২০২৫ তারিখে নির্বাচন কমিশনে একটি আবেদনপত্র জমা দেওয়া হয়, যেখানে পার্টির চেয়ারম্যান মো. সোহেল রানা এবং মহাসচিব মো. তহিদুল ইসলামের স্বাক্ষর জাল করে পার্টির বর্তমান মোবাইল নম্বর (০১৯৫৮ ৪৫২৭৮২) পরিবর্তন করে একটি নতুন নম্বর (০১৫৮০ ৬৬৪০৪০) যুক্ত করার অনুরোধ করা হয়।

বিআরপি জানিয়েছে, এই আবেদনপত্রটি সম্পূর্ণ বানোয়াট ও প্রতারণামূলক। দলটির শীর্ষ নেতৃত্ব বর্তমানে ব্যক্তিগত প্রয়োজনে দেশের বাইরে অবস্থান করছেন এবং তারা নিশ্চিত করেছেন যে আবেদনে ব্যবহৃত স্বাক্ষর দুটি তাদের নয়। দলটি তাদের প্রাথমিক অনুসন্ধানের মাধ্যমে জানতে পেরেছে, আবেদনে উল্লিখিত নতুন মোবাইল নম্বরটি অভিযুক্ত বহিষ্কৃত নেতা প্রতারক নাজমুল করিম ব্যবহার করেন।

এই জালিয়াতির ঘটনায় সংস্কারবাদী পার্টি নির্বাচন কমিশনের কাছে দুটি সুনির্দিষ্ট অনুরোধ জানিয়েছে:
১. প্রতারণামূলক আবেদনটি বাতিল করে পার্টির বর্তমান ও বৈধ মোবাইল নম্বর ০১৯৫৮ ৪৫২৭৮২ বহাল রাখা।

২. ভবিষ্যতে এ ধরনের জালিয়াতি রোধে পার্টির পক্ষ থেকে যেকোনো আবেদন গ্রহণের ক্ষেত্রে শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত শীর্ষ নেতা বা মনোনীত ব্যক্তির কাছ থেকে তা গ্রহণ করার জন্য একটি সুস্পষ্ট নির্দেশনা জারি করা।

বিআরপি আরও জানিয়েছে, তাদের সকল প্রাতিষ্ঠানিক ও দাপ্তরিক যোগাযোগ বর্তমানে ব্যবহৃত ০১৯৫৮ ৪৫২৭৮২ নম্বরের মাধ্যমেই পরিচালিত হয়। তাই যেকোনো ধরনের বিভ্রান্তি এড়াতে তারা নির্বাচন কমিশনকে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে।