ঢাকা মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২


নাসিরনগরে গুনিয়াউক ইউপি চেয়ারম্যান জিতু মিয়া গ্রেপ্তার


প্রকাশিত:
৪ আগস্ট ২০২৫ ২২:৫৯

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নাসিরনগর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জিতু মিয়াকে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ।

৩রা আগস্ট রোজ রবিবার রাত অনুমান ৯ঘটিকার সময় নাসিরনগর থানা পুলিশের একটি চৌকস দল "ডেভিল হান্ট" অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গুনিয়াউক ইউনিয়নের চিতনা বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গত ১লা সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন শাহ আলম পাঠান নামে এক ব্যক্তি। ওই মামলার ২৮ নং এজাহারভুক্ত আসামী নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও গুনিয়াউক ইউপি চেয়ারম্যান মোঃ জিতু মিয়া।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আজহারুল ইসলাম জানান আটক মোঃজিতু মিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। পুলিশ গুনিয়াউক ইউনিয়নের চিতনা থেকে তাকে গ্রেফতার করেছে।