ঢাকা মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২


৫ ও ৬ আগস্ট বিএনপির বিজয় র‍্যালি


প্রকাশিত:
৪ আগস্ট ২০২৫ ১৪:৫০

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ৫ ও ৬ আগস্ট বিজয় র‌্যালি করবে বিএনপি।

আজ সোমবার (৪ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, মঙ্গলবার (৫ আগস্ট) দেশব্যাপী সব থানা/উপজেলায় এবং বুধবার (৬ আগস্ট) সব জেলা ও মহানগরে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে।

বুধবার (৬ আগস্ট) দুপুর ২টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে। এই র‌্যালিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে অংশ নেওয়ার অনুরোধ জানান রিজভী।