ঢাকা মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২


সাতক্ষীরায় জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা


প্রকাশিত:
৫ আগস্ট ২০২৫ ১৬:১৮

ছবি : সংগৃহীত

সাতক্ষীরায় জুলাই শহীদ পরিবারের ৪ জন সদস্য ও জীবিত ৯৭ জন যোদ্ধাদের সম্মাননা প্রদান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন এসব অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

সাতক্ষীরা জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পুলিশ সুপার মো মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আফরহিম সিদ্দিক কমল, শহর ছাত্র শিবিরের সভাপতি আল মামুন, জুলাই যোদ্ধা জিল্লুর রহমান প্রমুখ। বক্তারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে সাতক্ষীরার ৪ শহীদ পরিবারসহ মোট ১০১ জন কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, সিভিল সার্জন ডা.আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পাল, জেলা জামায়াতের সেক্রেটারি মাও. আজিজুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাজমুন নাহার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক সন্তোষ কুমার বিশ্বাস প্রমুখ।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ‘জুলাই আন্দোলন’ কেন্দ্রিক গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।