ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


নির্বাচনী প্রচারণায় শামীম ওসমানের স্ত্রী


প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০১৮ ০৭:৫৩

নির্বাচনী প্রচারণায় শামীম ওসমানের স্ত্রী

নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী একেএম শামীম ওসমানের সমর্থনে নৌকার মিছিল করেছে সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের ৬১টি ভোট কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মিছিলে অংশগ্রহণ করেন একেএম শামীম ওসমানের স্ত্রী এবং জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত মিছিলে মিছিলে প্রকম্পিত হয়ে উঠে পুরো সিদ্ধিরগঞ্জ।


এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধান, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, প্রচার সম্পাদক তাজিম বাবু, জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান, নাসিক কাউন্সিলর ওমর ফারুক, নাসিক কাউন্সিলর ইফতেখার আলম খোকন, নাসিক কাউন্সিলর শাহজালাল বাদল, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু ও ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আমির হোসেন প্রমুখ।

ঢোল-তবলা, ভেঁপুসহ নৌকার ব্যানার-ফেস্টুন নিয়ে নেচে-গেয়ে মিছিল অনুষ্ঠিত হয়। বিকেলে পুরো সিদ্ধিরগঞ্জ হয়ে উঠে মিছিলের এলাকা। সড়ক মহাসড়কসহ মহল্লার অলিগলিতেও মিছিল দেখা যায়।