হত্যা চেষ্টা মামলার আসামী মোঃরিফাত মিয়া র্যাব ১৪ জামালপুর কতৃক আটক
র্যাব ১৪ এর কতৃক আটক হয় মোঃরিফাত মিয়া(২২) নামে এক পলাতক আসামি। ২৩ ডিসেম্বর রোজ মঙ্গলবার ৬ টা ৩০ মিনিটের সময় র্যাব ১ এর সহায়তায় ঢাকা উত্তরা থানাধীন ১নং সেক্টর কবরস্থান এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রিফাত মিয়া (২২) কে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব ১৪ জামালপুর ক্যাম্পের একটি অভিযানিক দল।
এজাহার সূত্রে জানা যায় যে, গত ১৪ নভেম্বর শুক্রবার বিকাল অনুমান ৩:৩০ ঘটিকায় ভিকটিম মিনাল আহম্মেদ(২৮) ও বাদল মিয়া(৩৫) দ্বয় বিয়ের প্রীতিভোজ শেষে মটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথিমধ্যে শেরপুর সদর থানাধীন মীরগঞ্জ সাকিনস্থ জনৈক আব্দুল মালেকের বাড়ীর সামনে পৌছালে পূর্ব শত্রুতার জেরে ধৃত আসামী মোঃ রিফাত(২২) সহ এজাহার নামীয় অপর আসামীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে মারপিট সহ গুরুতর রক্তাক্ত জখম করে। ভিকটিমদ্বয়ের সাথে থাকা মটর সাইকেল ও ২১,০০০/-টাকা নিয়ে নেয়। ভিকটিমদের চিৎকারে উপস্থিত লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার পূর্বক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। উক্ত ঘটনায় ভিকটিম মিনাল আহম্মেদ এর পিতা বাদী হয়ে শেরপুর জেলার সদর থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। যার শেরপুর সদর থানার মামলা নং-২৮, তারিখ-১৬ নভেম্বর ২০২৫খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/১১৪/৩৪ পেনাল কোড। মামলা রুজুর পর সিপিসি-১, র্যাব-১৪, জামালপুর ক্যাম্প ছায়া তদন্তসহ পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে এজহার ভূক্ত আসামি রিফাত মিয়াকে গ্রেফতার করে পরবর্তী আইনগত ব্যাবস্থার জন্য শেরপুর সদর থানায় আসামিকে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন র্যাব ১৪ জামালপুর।
