ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে ডিসেম্বর ২০২৫, ১১ই পৌষ ১৪৩২


বান্দরবানে র‌্যাবের অভিযানে ১১০০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১


প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২৫ ২৩:০৮

বান্দরবান পার্বত্য জেলার সদর মডেল থানাধীন সুয়ালক ইউনিয়নের লামার পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে র‌্যাব। এ সময় এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ কক্সবাজারের সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প) এর একটি আভিযানিক দল গত ২৩ ডিসেম্বর বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লামার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে উমানু মারমা নামের এক ব্যক্তির বসতবাড়ির রান্নাঘর তল্লাশি করে ১ হাজার ১০০ লিটার দেশীয়ভাবে তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উমানু মারমা (৪৭) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোনসেটও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার উমানু মারমা পাইসাউ মারমার ছেলে। তার বাড়ি লামার পাড়া, ৩১৪ নম্বর সুয়ালক, সুয়ালক ইউনিয়ন, বান্দরবান সদর উপজেলা, বান্দরবান জেলায়।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ সন্ত্রাস দমন ও অপরাধ প্রতিরোধে র‌্যাব সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। র‌্যাব-১৫ এর পক্ষে সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেন।