ঢাকা বুধবার, ২৪শে ডিসেম্বর ২০২৫, ১০ই পৌষ ১৪৩২


CHCP মিনহাজ উদ্দিন লিটনের মৃত্যুতে সিভিল সার্জন কক্সবাজারের শোক


প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২৫ ২৩:২৮

বদরখালী আজমনগর কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (CHCP) মিনহাজ উদ্দিন লিটন আজ সকাল ১০.৩০ ঘটিকায় ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে কক্সবাজার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হক ও চকরিয়া স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা জয়নাল আবদীন পৃথক পৃথক শোকবার্তা দিয়েছেন।
মরহুম মিনহাজ উদ্দিন লিটন বদরখালীর এক ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তাঁর পিতা ছিলেন মরহুম ডা. সেলিম উল্লাহ। চাচা ডা আবু মোহাম্মদ শামশুদ্দিন। তাঁর দুই সহোদর ভ্রাতা হলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল্লাহ কাইছার।
দীর্ঘদিন ধরে তিনি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন বদরখালী আজমনগর কমিউনিটি ক্লিনিকে কর্মরত থেকে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরলসভাবে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছিলেন। সহকর্মীদের কাছে তিনি ছিলেন বন্ধুসুলভ, সদালাপী ও সদা হাস্যোজ্জ্বল একজন নিবেদিতপ্রাণ স্বাস্থ্যকর্মী। সামাজিকভাবেও এলাকায় তাঁর যথেষ্ট সুনাম ছিল।
জানা যায়, কয়েক মাস ধরে তিনি গুরুতর অসুস্থতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য দীর্ঘদিন ভারতে অবস্থান করেন। সম্প্রতি চিকিৎসা শেষে দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই আজ তিনি না ফেরার দেশে পাড়ি জমান। তাঁর মৃত্যুতে সহকর্মী, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
মরহুমের নামাজে জানাজা আজ মাগরিবের নামাজেরপর বদরখালী আজমনগর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।