ঢাকা বুধবার, ২৪শে ডিসেম্বর ২০২৫, ১০ই পৌষ ১৪৩২


তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রূপগঞ্জে যুবদলের আনন্দ মিছিল


প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২৫ ২১:৫৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক বিশাল আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৩ ডিসেম্বর) রূপগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়।

রূপগঞ্জ ৩নং ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক ইয়াকুব মিয়ার নেতৃত্বে আয়োজিত এই মিছিলে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো: মোকতার হোসেন ভুইয়া।

মিছিলটি রূপগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্রদক্ষিণ করার সময় নেতা-কর্মীদের হাতে তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়। এসময় নেতা-কর্মীরা তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা মুখরিত করে তোলেন।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলার গণমানুষের নেতা। তার স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীক্ষায় প্রহর গুনছে সারাদেশের মানুষ। রূপগঞ্জ উপজেলা যুবদল তারেক রহমানকে বরণ করে নিতে এবং রাজপথে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সবসময় প্রস্তুত রয়েছে।"

আনন্দ মিছিলে ৩নং ওয়ার্ড যুবদল নেতা মো: আবু মাসুম ও মো: শামিম ভুইয়াসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও স্থানীয় বিএনপির অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন। মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।