ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২


নির্বাচনী প্রচারণায় ভোলা-৩ আসন চষে বেড়াচ্ছেন যুবলীগ নেতা প্রিন্স


২৬ ডিসেম্বর ২০১৮ ০৭:৫২

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ০৬:১৩

নির্বাচনী প্রচারণায় ভোলা-৩ আসন চষে বেড়াচ্ছেন যুবলীগ নেতা প্রিন্স


একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে স্বাধীনতার সপক্ষের শক্তিকে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছেন তারা। তরুণ প্রজন্ম যেন বিভ্রান্ত না হয় সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান তাদের।


গণসংযোগের অংশ হিসেবে ভোলা-৩ আসনে নির্বাচনী প্রচারণায় লিফলেট বিতরণ, জনসভা ও মিছিলসহ নানা কার্যক্রমের মাধ্যমে গণসংযোগ করছেন সাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও তরুণ যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন প্রিন্সসহ একদল তরুণ।


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় দম ফেলার ফুরসত নেই নেতাকর্মীদের। টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
এসম্পর্কে যুবলীগের সহ-সম্পাদক শাখাওয়াত হোসেন প্রিন্স বলেন,সারা দেশে নৌকার গণজোয়ার দেখে বিএনপি জামাত স্তম্ভিত হয়েছে। জনগণের কাছে ভোট চাইতে সাহস পাচ্ছে না।  ভোলা-৩ আসনে নুরুন্নবী চৌধুরী শাওনের পক্ষে ব্যাপক জোয়ার বইছে, আশা করি এমপি শাওন বিপুল ভোটে জয়ী হবে