ফরিদপুরে আ.লীগের নির্বাচনী অফিসে আগুন, ছাত্রলীগ নেতার মামলা
ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের একটি নির্বাচনী কার্যালয় আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।। গতকাল সোমবার গভীর রাতে কৈতলা ইউনিয়নের জয়নগর ২নং ওয়ার্ডের কাচারি বাজারে এ ঘটনা ঘটে ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খোন্দকার মোশাররফ হোসেন নৌকা প্রতীকে লড়ছেন।
স্থানীয় ভাবে জানা যায়, ৪-৫ মোটরসাইকেলে দুই থেকে তিনজন আরোহী মুখোশ পরিহিত অবস্থায় প্লাস্টিকের বোতলে পেট্রোল ছুড়ে মেরে আগুন ধরিয়ে দেয়।
এসময় স্থানীয়রা ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসী তা নিভিয়ে ফেলতে সক্ষম হয়।পরাজয়ে নিশ্চিত জেনেই স্বাধীনতা বিরোধীরা নির্বাচনকে বাঞ্চাল করার জন্যই এহেন গর্হিত কাজ করেছে বলে স্থানীয় আওয়ামীলীগ ধারনা করছে।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় নর্থচ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গি গ্রামে খুন হন ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ আল মামুন। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামুনকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলার পর পুলিশ এ পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে কোতোয়ালি থানা পুলিশ।
এদিকে এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচারের জন্য ফরিদপুর ৩ আসনের বাংলাদেশ ছাত্রলীগের সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি শেখ স্বাধীন মো. শাহেদ কোতওয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।
এঘটনায় অজ্ঞাতনামা ৫০-৬০ বিএনপি জামায়াতের নেতাকর্মীকে আসামী করা হয়েছে।
যোগাযোগ করা হলে তিনি জানান "আমরা আইনি লড়াইয়ের মাধ্যমেই দুষ্কৃতিদের বিচার চাই।আশা করছি আমরা ন্যায় বিচার পাব"
এ প্রসঙ্গে ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম রাব্বানী বলেন "যেখানেই অরাজকতা করার চেষ্টা করবে পেট্রোল বাহীনি সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলব।তবে আমরা আইনের শাসনে বিশ্বাসী। তাই আগে আমরা দেখতে চাই আইনশৃঙ্খলা বাহিনী কি ব্যবস্থা নেয়।না হলে ছাত্রলীগ এই হামলার দাঁতভাঙা জবাব দেবে।"
এ বিষয়ে কোতোয়ালি থানার অসির সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন।