ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা জুলাই ২০২৫, ২০শে আষাঢ় ১৪৩২


সিলেটে ১৯ টি আসনই শেখ হাসিনাকে উপহার দিতে চায় ছাত্রলীগ


প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০১৮ ০৮:২৪

সিলেটে নির্বাচনী প্রচারে গিয়ে মানবতার ফেরিওয়ালা খ্যাত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী

সিলেটে নির্বাচনী প্রচারে গিয়ে মানবতার ফেরিওয়ালা খ্যাত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেছেন, সারা দেশে নৌকার পালে হাওয়া লেগেছে, নৌকার বিজয় হবেই সারাদেশের মত সিলেটেও শেখ হাসিনাকে ১৯ টি আসনই উপহার দিতে চাই।তিনি এসময় আরো বলেন, সিলেট বিভাগ ছাত্রলীগ, আমরা দেশরত্ন শেখ হাসিনাকে ১৯ টি আসনই উপহার দিতে চাই।সিলেট ছাত্রলীগকে উদ্দেশ্য করে বলেন, তোমরা ঐক্যবদ্ধ থেকে নৌকার পক্ষে কাজ করলে অবশ্যই সম্ভব। তিনি আরো বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষের উন্নতি হয়, তার যথেষ্ট উদাহরণ আপনারা দেখেছেন।সিলেটে নির্বাচনী প্রচারে গিয়ে মানবতার ফেরিওয়ালা খ্যাত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী

“আওয়ামী লীগ যুব সমাজের জন্য ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। কারো কাছে চাকরি চাইতে হবে না, নিজেরা চাকরি দিতে পারবে, সে ব্যবস্থা আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে।”
নির্বাচনে আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ বিএনপি নেতৃত্বাধীন জোটের সমালোচনা করে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, “আজকে ধানের শীষ করে বিএনপি-জামায়াত জোট। একাত্তর সালে মানবতাবিরোধী যুদ্ধাপরাধী, গণহত্যা চালিয়েছে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে সেই বিএনপি-জামায়াত সিলেটে পুরো বিভাগে বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে, গ্রাম পুড়িয়েছে, রাস্তাঘাট কেটে দিয়েছে, গাছ কেটেছে, আপনারা তাদের কথা একবার চিন্তা করুন।“যারা মানুষের গায়ে আগুন দিয়ে পোড়ায়, ওরা মানুষ না, ওরা দানব। ওদের স্থান বাংলার মাটিতে হবে না। আজকে যারা ধানের শীষ নিয়ে আসছে, মানুষ পোড়ার গন্ধ তাদের গায়ে। তাদের থেকে সাবধান থাকবেন।