ঢাকা বৃহঃস্পতিবার, ১৪ই আগস্ট ২০২৫, ৩১শে শ্রাবণ ১৪৩২


গোপালগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে গেল ৯ প্রাণ


প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০১৮ ০৯:০১

গোপালগঞ্জে বাসের ধাক্কায় ৯ জন মারা গেছেন। নিহতদের মধ্যে বাসযাত্রী, মাহেন্দ্র যাত্রী ও পথচারী রয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ ধারণা করছে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলা হরিদাসপুরের নিমতলায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের মধ্যে মাহেন্দ্র চালক রাজিব মোল্লা, হরিরদাসপুর গ্রামের সাদ্দাম মোল্লা ও গোপালগঞ্জ সদরের ডুমদিয়া গ্রামের মোর্শেদ গাজীর নাম জানা গেছে। অন্যদের নাম পরিচয় জানা যায়নি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে।

ওসি মনিরুল বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী গোল্ডেন লাইনের একটি বাসের সঙ্গে তিন চাকার এক অটোরিকশার সংঘর্ষ হয়। এছাড়া বাসটি রাস্তার খাদে পড়ে যায়।