ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


অসচ্ছল শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির দায়িত্ব নিলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার


৫ মে ২০২৫ ১৪:৫৭

আপডেট:
৫ মে ২০২৫ ১৬:০৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শুরু হয়েছে ভর্তি কার্যক্রম। আর এই কার্যক্রমে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: শাহরিয়ার হোসেন। 

আজ (সোমবার), বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সি-ইউনিটে ১৫তম মেধাস্থান অর্জন করা খুলনার আজহারুল ইসলামকে ভর্তি কার্যক্রমে সর্বোচ্চ আর্থিকভাবে সহায়তা করেন এই ছাত্রনেতা। ক্যাম্পাসে পেয়েছেন ব্যাপক প্রশংসা। 

ভর্তিকৃত শিক্ষার্থী আজহারুল ইসলাম বলেন, ‘ভাইয়ের প্রতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা’, 'পরবর্তী ক্লাস শুরু হলে কোনো প্রয়োজন হলে অবশ্যই ভাইদেরকে জানাবো।’

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থীকে সাহায্য করা ছাত্রদল নেতা মো: শাহরিয়ার হোসেন বলেন, 'আমি খেয়াল করলাম আমার ক্যাম্পাসে ভর্তি হবে একজন ছোটভাইয়ের আর্থিক সহায়তা প্রয়োজন। আমি তখনই আজহারুলের সাথে যোগাযোগের চেষ্টা করি। একজন শিক্ষার্থীর পড়াশোনার কাজে যদি সামান্য উপকার করতে পারি এতে আনন্দ পাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছে, এখনো করছে, সামনেও করে যাবে। আমিও আজহারুলের পাশে থাকতে পেরে একজন ক্ষুদ্র কর্মী হিসেবে গর্ববোধ করছি।’

শিক্ষার্থী ও নেতাকর্মীরাও ইতিবাচক কাজের প্রশংসা করেছেন। শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল জানান, ‘ইতিবাচক কাজ ছাত্রদলের নেতাকর্মীরা সবসময়ই করে থাকে। শিক্ষার্থীর পাশে দাঁড়ানো গর্বের ব্যাপার, আমার নেতৃবৃন্দ এসকল ভালো কাজে সহায়তা করে, এতে আমারও গর্ববোধ হয়।’

দর্শন বিভাগের শিক্ষার্থী মো: আমির হোসেন বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটে ১৫তম স্থান অর্জনকারী এক মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন শাহরিয়ার ভাই। অসচ্ছল পরিবারের সন্তান ওই ছাত্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত আর্থিক সহায়তা করেছেন তিনি। শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে শাহরিয়ার ভাইয়ের এ সহায়তা সমাজে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক সদস্য মুবায়দুর রহমান জানান, 

‘সি ইউনিটে ভর্তি পরীক্ষায় ১৫তম হলেও আর্থিক সমস্যার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছিলেন না খুলনার মো: আজহারুল ইসলাম। বিষয়টি জানতে পেরে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: শাহরিয়ার হোসেন তাকে ভর্তি হতে সর্বোচ্চ সহযোগিতা করেন।

শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকা এই নেতা সবার কাছে একজন মানবিক ছাত্রনেতা হিসেবে পরিচিত।’

ছাত্রদলের আহ্বায়ক সদস্য আবু বকর খান বলেন, 'আমার জেলার ছেলেটার কথা ছাত্রদলের গ্রুপে বলা মাত্র শাহারিয়ার ভাই সাথে সাথে রেসপন্স করেন , উনার মতোই ছাত্রনেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আসুক তাহলে হয়তো কোন জবিয়ান বিপদে দিশেহারা হবে না।'