ঢাকা সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫, ১৫ই পৌষ ১৪৩২


আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আব্দুর রউফ


প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২৫ ২৩:৫৩

আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। রবিবার(২৮ ডিসেম্বর) বিকালে সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার অর্নব দত্ত'র কাছে তিনি মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর আগে, সকালে আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন তিনি।

নির্বাচনী আচারণ বিধি মেনে জেলার জনপ্রিয় এই নেতার মনোনয়ন পত্র জমাকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রতাপশালী নেতা নাসিম ফারুক খান মিঠু, বিশিষ্ট ব্যবসায়ী দৈনিক যুগের বার্তা'র সম্পাদক ও প্রকাশক আবু নাসের মোঃ আবু সাঈদ, বিশিষ্ট ব্যবসায়ী ও যুবনেতা সামির শোয়েব রাদমির, আব্দুল্লাহ আল সিয়াম প্রমুখ।