ঢাকা মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২


মহিলা পরিষদ

এপ্রিলে ধর্ষণের শিকার ১১১ নারী ও মেয়েশিশু, হত্যা ৭০


প্রকাশিত:
৪ মে ২০২৫ ১৯:০৬

চলতি বছরের এপ্রিল মাসে দেশে ৩৩২ নারী ও মেয়েশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ১১১ জন। আর হত্যা করা হয়েছে ৭০ জনকে।

বাংলাদেশ মহিলা পরিষদের এপ্রিল মাসের ‘নারী ও কন্যা নির্যাতন–বিষয়ক তথ্য’ শীর্ষক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। আজ রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবেদন প্রকাশ করেছে সংগঠনটি।

প্রতিবেদনে তুলে ধরা তথ্য অনুযায়ী, এপ্রিলে যে ৭০ জন নারী ও মেয়েশিশুকে হত্যা করা হয়েছে, তাদের মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয়েছে পাঁচজনকে। যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছেন তিনজন। আর দুজন গৃহকর্মী। বাকি ৬০ জনকে বিভিন্ন কারণে হত্যা করা হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে এপ্রিল মাসে নির্যাতনের শিকার নারী ও মেয়েশিশুদের মধ্যে ২৪ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। পাঁচজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। দুজন ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে। এ ছাড়া ২৯ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। যৌন নিপীড়নের শিকার হয়েছে ১২ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এপ্রিলে উত্ত্যক্তকরণের শিকার হয়েছে চারজন। বিভিন্ন কারণে হত্যার চেষ্টা করা হয়েছে দুজনকে। ২৪ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ২৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে দুজন। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ১২ জন। এর মধ্যে তিনজনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে তিনজন। ৯ জন অপহরণের ঘটনার শিকার হয়েছে। একজন সাইবার অপরাধের শিকার হয়েছে।