ঢাকা বুধবার, ২রা জুলাই ২০২৫, ১৯শে আষাঢ় ১৪৩২


সাতক্ষীরা-৪

ভোটারদের আস্থা জগলুল হায়দার


প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০১৮ ২৩:৫৩

সাতক্ষীরা-৪ আসনেও চলছে জমজমাট নির্বাচনী প্রচার-প্রচারণা।

সাতক্ষীরা-৪ আসনেও চলছে জমজমাট নির্বাচনী প্রচার-প্রচারণা। এ আসনের সর্বস্তরের ভোটার এবারও আস্থা রাখতে চান মানবতার ফেরিওয়ালা বর্তমান এমপি এস এম জগলুল হায়দারের ওপর। তিনি নৌকা প্রতীক নিয়ে আবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছুটে চলেছেন আওয়ামী লীগ প্রার্থী জগলুল। উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আনতে নৌকায় ভোট প্রার্থনা করে চলেছেন তিনি। এলাকাবাসী জানান, ক্লিন ইমেজ হওয়ার কারণে ভোটারদের আস্থা জগলুলের ওপর। উন্নয়নের স্বার্থে তাকেই বেছে নেবেন স্থানীয় ভোটাররা।