ঢাকা রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫, ১৪ই পৌষ ১৪৩২


আফরোজা আব্বাসের গাড়িবহরে হামলা


প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০১৮ ০১:০৩

আফরোজা আব্বাসের গাড়িবহরে হামলা


রাজধানীর মাদারটেক এলাকায় বিএনপির মহিলাদলের সভাপতি আফরোজা আব্বাসের গাড়িবহরে হামলা চালানো হয়েছে।

আজ (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণার কাজে তিনি বের হলে এই হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।

তার ব্যক্তিগত সহকারী নাসির হামলার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

হামলার সময় কর্তব্যরত সাংবাদিকরা আহত হয়েছেন বলেও তিনি জানান।