ঢাকা শনিবার, ৩০শে আগস্ট ২০২৫, ১৫ই ভাদ্র ১৪৩২


টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস


প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২৫ ১২:২২

ড. মুহাম্মাদ ইউনূস

বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের নাম উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সংবাদপত্র টাইম ম্যাগাজিন তার ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দিয়েছে, এবং তার নাম রয়েছে 'লিডার্স' (নেতারা) ক্যাটাগরিতে।

এই তালিকায় ড. ইউনূসের সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সাইনবোম এবং বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক।

ড. ইউনূসের প্রভাব নিয়ে টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন বলেন, "গত বছর ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশে অভ্যুত্থানে সরকারের পতনের পর, একজন পরিচিত নেতা—নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস গণতন্ত্রের পথে দেশের নেতৃত্ব নিতে এগিয়ে এসেছেন।"

"কয়েক দশক আগে, ইউনূস বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে ক্ষুদ্র ঋণের সুবিধা দিয়ে প্রান্তিক জনগণের ক্ষমতায়ন ঘটান। এটি লাখো মানুষকে তাদের ব্যবসা শুরু করতে, পরিবারকে sustain করতে এবং মর্যাদা পুনরুদ্ধার করতে সহায়তা করেছে। এর ৯৭ শতাংশ গ্রাহকই নারী," হিলারি ক্লিনটন আরও বলেন।