এবারের নববর্ষের শোভাযাত্রায় থাকছে ‘ফিলিস্তিন’ নিয়ে গান

এ বছর পহেলা বৈশাখের শোভাযাত্রায় ফিলিস্তিন নিয়ে গান ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ গাওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বুধবার (৯ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
ফারুকী বলেন, ফিলিস্তিন নিয়ে গাওয়া এ গান এবারের শোভাযাত্রার গুরুত্বপূর্ণ সংযোজন। বাংলাদেশের রক মিউজিশিয়ানরা শোভাযাত্রায় গান গাওয়ার উদ্যোগ নিয়েছেন। এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। কারণ আমি বিশ্বাস করি এ কাজ রক মিউজিশিয়ানরা ছাড়া কারও পক্ষে সম্ভব হতো না।
এ সময় ঢাকা ও আশেপাশের এলাকায় যারা গিটার বাজান, রিদম প্লে করেন তাদের ফিলিস্তিনের পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণের আহবান জানান উপদেষ্টা।
শোভাযাত্রা কখন শুরু হবে কোন রুটে যাবে সেটা বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় জানাবে বলেও মন্তব্য করেন তিনি।