ঢাকা শনিবার, ৩০শে আগস্ট ২০২৫, ১৫ই ভাদ্র ১৪৩২


ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইয়ংওয়ান চেয়ারম্যানের সাক্ষাৎ


প্রকাশিত:
৮ এপ্রিল ২০২৫ ১৫:৪৮

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিহাক সুং দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

ঢাকায় গতকাল সোমবার (৭ এপ্রিল) থেকে দেশে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে চার দিনব্যাপী ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’ শুরু হয়েছে। চার দিনব্যাপী এই সম্মেলনের প্রথম দিন বিদেশি বিনিয়োগকারীদের বড় অংশ চট্টগ্রামের আনোয়ারা, কোরিয়ান ইপিজেড ও মীরসরাই অর্থনৈতিক অঞ্চল ভ্রমণ করেছেন।

আর মঙ্গলবার চীন, জাপান, সৌদি, আবুধাবি, যুক্তরাষ্ট্র, ভারত ও প্রবাসী বাংলাদেশিসহ ৩৬ বিনিয়োগকারী নারায়নগঞ্জের জাপানি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করছেন। এসময় তারা খতিয়ে দেখছেন সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশ।

পরিবহন ও জ্বালানি বিষয়েও কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করবেন বিদেশি উদ্যোক্তারা। বিনিয়োগ সম্ভাবনা ও জুলাই বিপ্লব পরবর্তী অর্থনৈতিক সংস্কার তুলে ধরতে বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা আয়োজিত বিনিয়োগ সম্মেলনের অংশ হিসেবে বিদেশি বিনিয়োগকারীদের অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শন করানো হচ্ছে।

এসময় সুইডিশ কোম্পানি নিলর্ন বিএসইজেডে ১০ হাজার স্কয়ার মিটারের একটি প্লট কিনেছে। এ বিষয়ে একটি তাৎক্ষণিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করে কোম্পানিটি।