ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১


ব্যবসায়িক প্রতারণার শিকার জবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা শাহরিয়ার


২ এপ্রিল ২০২৫ ০১:২৫

আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ১১:৪৮

ছবি: আমাদের দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী ব্যবসায়িক প্রতারণার শিকার হয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবে এই দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।

সমাজবিজ্ঞান বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী মো. ইমদাদুল হক রমজান মাসে তার পড়াশোনার খরচ চালানোর জন্য লুঙ্গির ব্যবসা শুরু করেন এবং এই কাজে সহায়তা করতে তার বাবাকে ঢাকায় আনেন। তবে প্রতারণার শিকার হয়ে তিনি প্রায় ৩০ হাজার টাকার ৮০টি লুঙ্গি হারান।  

শিক্ষার্থী ইমদাদুল হকের এই বিপদের কথা জানতে পেরে ছাত্রদল নেতা মো. শাহরিয়ার হোসেন তার পাশে দাঁড়ান এবং আর্থিক সহায়তা প্রদান করেন, যা তার ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে সাহায্য করবে।  

এ বিষয়ে শাহরিয়ার হোসেন ডেইলি ক্যাম্পাসকে বলেন, ইমদাদুল তো আমাদের ভাই। সে একটা বিপদে পড়েছে। আমি আমার সাধ্যমতো তাকে সাহায্য করার চেষ্টা করেছি। আমি আমার কর্তব্য মনে করেই কাজটি করেছি। আমার খুব ভালো লাগছে। এবারের ঈদটাও খুব ভালো কাটলো।

এই মানবিক উদ্যোগের জন্য মো. শাহরিয়ার হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রদলের নেতাকর্মীদের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।


জবি ছাত্রদল