ঢাকা বুধবার, ২রা জুলাই ২০২৫, ১৯শে আষাঢ় ১৪৩২


ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩


প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০১৮ ০৫:৪৩

বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধামরাইয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কুল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অপু ও মৃদুল নামে গণ-বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী রয়েছেন।

পুলিশ জানায়, রাজধানীর গাবতলী থেকে ছেড়ে আসা মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিন যুবক মারা যান।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। এই ঘটনায় ঘাতক বাসটি আটক করা সম্ভব হলেও পালিয়ে গেছে চালক ও সহকারী। পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।