ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৯২ স্কোর নিয়ে বুধবার (১২ মার্চ) সকালেও শহরটির বাতাস জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
এ সময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মাদানি সরণির বেজ এজওয়াটার (২৩৬) এলাকায়। তালিকায় এর পরেই রয়েছে মিরপুরের ইস্টার্ন হাউজিং (২২৬), ঢাকার মার্কিন দূতাবাস (২২১), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (২০৯) এলাকা। এসব এলাকায় আজ বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
ইয়ামাল-রাফিনিয়ার রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা ইয়ামাল-রাফিনিয়ার রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা
আজ বিশ্বের ১২৬টি শহরের তালিকায় দূষণে শীর্ষে রয়েছে ভারতের শহর দিল্লি। ২৪৮ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা (১৯২)। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা ভারতের মুম্বাই (১৮৪), নেপালের কাঠমান্ডু (১৭৬) ও কুয়েতের কুয়েট সিটির (১৬৮) বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।