ঢাকা শুক্রবার, ২৯শে আগস্ট ২০২৫, ১৫ই ভাদ্র ১৪৩২


গরম বাড়তে পারে শনিবার থেকে


প্রকাশিত:
৬ মার্চ ২০২৫ ১২:৪৮

আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, আগামীকাল (শুক্রবার) সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, আজ তাপমাত্রা কিছুটা কম থাকবে। শনিবার থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে। তখন গরম বাড়বে। মাসের প্রথমার্ধে বৃষ্টির সম্ভাবনা কম। মার্চের শেষে বৃষ্টি হতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস রাজারহাটে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস।


আবহাওয়া