ঢাকা বুধবার, ২২শে জানুয়ারী ২০২৫, ৯ই মাঘ ১৪৩১


ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে চালু হচ্ছে ‘জনতার বাজার’


৪ জানুয়ারী ২০২৫ ১৫:৫৯

আপডেট:
২২ জানুয়ারী ২০২৫ ০১:০৭

রাজধানীতে টানা দুদিন পর সূর্যের দেখা মিলেছে। বেড়েছে তাপমাত্রাও। কুয়াশা না থাকায় স্বাভাবিক জীবনে ফিরেছে সব শ্রেণি-পেশার মানুষ। পৌষের শুরু থেকেই রাজধানীতে সেভাবে শীত আঁচ করা যায়নি।

আজ শনিবার (৪ জানুয়ারি) ভোরে রাজধানীতে শীত অনুভূত হলেও তেমনটা ছিল না কুয়াশার চাপ। সকাল ৮টার পর দেখা মেলে সূর্যের। স্বাভাবিক দিনের মতো কাজে বেরিয়েছেন শ্রমজীবীরা।

দিকে, রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ এবং কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সেটি আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

পরদিন রবিবারও (৫ জানুয়ারি) দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তবে এর পরদিন সোমবার (৬ জানুয়ারি) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ কদিন ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজ করতে পারে।

 এছাড়া আবহাওয়া অফিস আরো বলছে, এ কদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সামায়িকভাবে ব্যাহত হতে পারে।

রাজধানীতে টানা দুদিন পর সূর্যের দেখা মিলেছে। বেড়েছে তাপমাত্রাও। কুয়াশা না থাকায় স্বাভাবিক জীবনে ফিরেছে সব শ্রেণি-পেশার মানুষ। পৌষের শুরু থেকেই রাজধানীতে সেভাবে শীত আঁচ করা যায়নি।

তবে নতুন বছরের প্রথমদিন থেকে শীত বেশি অনুভূত হচ্ছিল।
আজ শনিবার (৪ জানুয়ারি) ভোরে রাজধানীতে শীত অনুভূত হলেও তেমনটা ছিল না কুয়াশার চাপ। সকাল ৮টার পর দেখা মেলে সূর্যের। স্বাভাবিক দিনের মতো কাজে বেরিয়েছেন শ্রমজীবীরা।

এদিকে, রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ এবং কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সেটি আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পরদিন রবিবারও (৫ জানুয়ারি) দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তবে এর পরদিন সোমবার (৬ জানুয়ারি) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ কদিন ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজ করতে পারে।

এছাড়া আবহাওয়া অফিস আরো বলছে, এ কদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সামায়িকভাবে ব্যাহত হতে পারে।