ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


কোটা আন্দোলনকারীদের তারুণ্যের ইশতেহার ভাবনা ঘোষণা কাল


প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০১৮ ০৩:৪১

রাজনৈতিক দলগুলোর কাছে তরুণদের কী প্রত্যাশা রয়েছে তার আলোকে ‘তারুণ্যের ইশতেহার ভাবনা-২০১৮’ প্রকাশের উদ্যোগ নিয়েছে কোটা আন্দোলনের সময় গড়ে ওঠা প্লাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’।

আগামীকাল সোমবার সকাল ১১ টায় এই ইশতেহার ভাবনা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আহবায়ক হাসান আল মামুন।

তিনি দৈনিক আমাদের দিনকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তে এক সেমিনারের মাধ্যমে এই ইশতেহার ভাবনা প্রকাশ করা হবে।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে তরুণদের গুরুত্ব দেয়। নির্বাচনকে সামনে রেখে ইশতেহারে তরুণদের নানা প্রতিশ্রুতি দেয়া হয়। তবে প্রতিশ্রুতির বাস্তবায়ন হয় না। বিশেষ করে বিগত দুই নির্বাচনের আগে তরুণদের সবচেয়ে আগ্রহের জায়গা কর্মসংস্থানের বিষয়ে ইশতেহারে উল্লেখ করা হয়। কিন্তু আশানুরূপভাবে দেশে কর্মসংস্থান সৃষ্টি হয়নি। তাছাড়া একদিকে যেমন কর্মসংস্থানের অভাব রয়েছে, অন্যদিকে বছরের পর বছর ফাঁকা থাকছে হাজার হাজার পদ। তরুণরা ব্যবসা-বাণিজ্য করতে গিয়েও নানা সমস্যার সম্মুখীন হয়। যেহেতু দেশে এখন উল্লেখযোগ্য সংখ্যক ভোটার তরুণ, তাই তাদের ভাবনাগুলোকেই এই ইশতেহারে প্রকাশ করা হবে।