ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


ঢাকা-১৩ আসনকে মাদক-সন্ত্রাস মুক্ত করার অঙ্গীকার করলেন সাদেক খান


প্রকাশিত:
৩০ নভেম্বর ২০১৮ ১০:৩১

ঢাকা-১৩ আসনকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার অঙ্গীকার করলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রাপ্ত সাদেক খান।


ঢাকা-১৩ আসনকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার অঙ্গীকার করলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রাপ্ত সাদেক খান। বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত রায়ের বাজার বেড়িবাঁধ সংলগ্ন হযরত শাহ আলী মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসতে পারলে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যে উদ্যোগ নিয়েছেন তা বাস্তবায়িত করতে আমি কাজ করে যাবো। উন্নয়ন ও অগ্রযাত্রার পথে ছাত্রলীগকে প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানান সাদেক খান।

মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম হোসেন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগর উত্তরে প্রতিটি কেন্দ্র ভিত্তিক কমিটি করেছেন। সে কমিটি প্রতিটি কেন্দ্র পাহারায় থাকবে। কেউ যেন ভোটের সুন্দর পরিবেশ নষ্ট না করতে পারে সেজন্য ছাত্রলীগ সজাগ থাকবে। নির্বাচন শেষ না হওয়ার আগ পর্যন্ত ছাত্রলীগ মাঠে থাকবে।

ঢাকা-১৩ আসনের প্রার্থী সাদেক খানকে বিজয়ী করতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ পাশে থাকবে এমন অঙ্গীকার ব্যক্ত করেন ইব্রাহিম। মতবিনিময় সভা শেষে সকলের মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ বজলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক রানাসহ ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তর অন্তর্গত মিরপুর থানা, শাহ আলী থানা,দারুস সালাম থানা, মিরপুর কলেজ ও রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।