ঢাকা বুধবার, ২২শে মে ২০২৪, ৮ই জ্যৈষ্ঠ ১৪৩১


ধানের শীষের প্রার্থী যুদ্ধাপরাধী সাঈদীর ছেলে


২৯ নভেম্বর ২০১৮ ২২:১৯

আপডেট:
২২ মে ২০২৪ ০০:০৩

একাদশ জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন যুদ্ধাপরাধী জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী। তিনি লড়ছেন ধানের শীষের প্রার্থী হিসেবে পিরোজপুর-১ আসন থেকে।

বুধবার বিকালে জেলার রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার ছোট ভাই ইন্দুরকানি উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ সাঈদী।

এ নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন শামীম সাঈদী। সেখানে তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর সম্বলিত তার প্রাথমিক মনোনয়নের একটি প্রত্যয়নপত্রের ছবিও দিয়েছেন।
এবারের নির্বাচনে বিশ দলীয় জোটের অন্যতম শরিক দল জামায়াতে ইসলামীকে ২৫টি আসন দিয়েছে বিএনপি। তারা শীষ প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন নিবন্ধন হারানো দল জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান আকন্দ।

তবে তিনি ২৫টি আসনে জোটের সম্মতি পাওয়ার কথা বললেও সারা দেশে জামায়াত নেতারা মনোনয়নপত্র দাখিল করেছেন ৩০টির বেশি আসনে।

প্রসঙ্গত, মানবতা-বিরোধী অপরাধের দায়ে২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে জামায়াতের অন্যতম নেতা দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে ট্রাইব্যুনালের সেই সাজা কমিয়ে ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয় আপিল বিভাগ।