ঢাকা বুধবার, ২২শে মে ২০২৪, ৮ই জ্যৈষ্ঠ ১৪৩১


বগুড়ায় মনোনয়ন জমা দিলেন মান্না


২৯ নভেম্বর ২০১৮ ১০:০৮

আপডেট:
২২ মে ২০২৪ ০৫:৫৭

নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে স্থানীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

নিবন্ধন না থাকায় নাগরিক ঐক্য এবার জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর মান্না প্রথম আলোকে বলেন, প্রতিকূল পরিস্থিতিতে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। ঐক্যফ্রন্টের সাত দফা মানা হয়নি। এখনো গ্রেপ্তার, হয়রানি চলছে। এ অবস্থায় গণতন্ত্র উদ্ধার করতে জনগণের ভোট বড় আন্দোলন হিসেবে কাজ করবে বলেও তিনি জানান।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আজ বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে মান্নার সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী, ছোট ভাই, নাগরিক ঐক্য ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা।