কেরানীগঞ্জে মোগল রেস্টুরেন্টে দূর্বৃত্তদের হামলা

কেরানীগঞ্জ ঝিলমিল চন্ডিতলা মন্দির স্বপ্ন ধারা মডেল টাউন এর সেক্টর-৩ এর মোগলস ক্যাফে ও রেস্টুরেন্টে দূর্বত্তদের হামলায় নগদ টাকা এবং রেস্টুরেন্টের মালামাল সহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। সোমবার বিকালে এ ঘটনা ঘটে। হিমেল জানান, সোমবার বিকালে ৪০-৫০ জনের দূর্বৃত্ত তাদের রেস্টুরেন্টে হামলা চালায়। দূর্বৃত্তরা সকল কিছু তছনছ করে নগদ টাকা সহ রেস্টুরেন্টের সকল মালামাল লুট করে নিয়ে গেছে । এছাড়াও নাজমুল বলেন কোনও শত্রুতা ছাড়াই আমাদের রেস্টুরেন্ট লুট করার উদেশ্য হামলা চালানো হয়েছে আমরা এর বিরুদ্ধে কি করা যায় সকল পার্টনাররা মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিবো এবং যদি তারা সেচ্ছায় সকল মালামাল না দিয়ে যায় তাহলে মামলা করবো। আমাদের এই রেস্টুরেন্টে ৫ জন পার্টনার রয়েছে। আমরা ভাড়া নিয়ে রেস্টুরেন্ট পরিচালনা করে আসছি তাই এই সকল প্রতিহিংসা কোনও ভাবেই কাম্য নহে।