ঢাকা বুধবার, ২২শে মে ২০২৪, ৯ই জ্যৈষ্ঠ ১৪৩১


ঢাকা-৫ আসনে মনোনয়নপত্রে ঘষামাজার অভিযোগ মনুর বিরুদ্ধে!


২৯ নভেম্বর ২০১৮ ০১:০৪

আপডেট:
২৯ নভেম্বর ২০১৮ ০১:০৭

যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনু

দলীয় মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন ৮টি আসনে দুজন করে প্রার্থীকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। এর মধ্যে ঢাকা-৫ আসনে বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনুকে মনোনয়ন দেওয়া হয়।

কাজী মনিরুল ইসলাম মনুর পক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না। আর বর্তমান এমপি হাবিবুর রহমান মোল্লার পক্ষে সংগ্রহ করেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল।

কিন্তু দলীয় কার্যালয় থেকে যাওয়ার পর ফেসবুকে দুই রকম মনোনয়নপত্র দেখা যায়। হাবিবুর রহমান মোল্লার নাম মুছে দিয়ে শুধু মনিরুল ইসলাম মনুর নামসহ মনোনয়নপত্রটি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।
ফেসবুকে একই আসনের দুই ধরনের মনোনয়ন দেখে বিভ্রান্তিতে পড়েন অনেকেই। জানা গেছে, কর্মী-সমর্থকদের কাছে টানতেই অতি উৎসাহী কয়েকজন এ কাণ্ডটি ঘটিয়েছেন।