ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫, ১৪ই ভাদ্র ১৪৩২


৫৩ কাঠা সরকারি জমি উদ্ধার করল ঢাকা জেলা প্রশাসন


প্রকাশিত:
২৩ জুন ২০২৩ ০৫:৫৬

৫৩ কাঠা সরকারি জমি উদ্ধার করল ঢাকা জেলা প্রশাসন

সাভারের পানপাড়া মৌজায় ৮৮ শতক বা প্রায় ৫৩ কাঠা খাসজমি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা জেলার সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরে জমিটি উদ্ধার করে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আরএস ১নং খতিয়ানভুক্ত আরএস ১৮৩ দাগে ১২ শতাংশ, আরএস ১৮৪ দাগে ৪৬ শতাংশ, আরএস ১৮৫ দাগে ১০ শতাংশ, আরএস ১৭৬ দাগে ২০ শতাংশ অর্থাৎ মোট চারটি দাগে ৮৮ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধার জমি প্রতি শতাংশ জমির আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।