র্যাবের হাতে ‘ভুয়া লেফটেন্যান্ট ’ গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে ভুয়া লেফটেন্যান্ট পরিচয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানায়, গ্রেপ্তার প্রতারকের নাম আশিকুর রহমান শিমুল
কর্মজীবন শুরু করেন একজন সিকিউরিটি গার্ড হিসেবে। সে সুবাদে পরিচয় হয় অবসরপ্রাপ্ত কয়েকজন সেনা কর্মকর্তার সাথে। সেনাবাহিনীর বিভিন্ন গল্প শুনে নিজেই বনে যান সেনাবাহিনীর অবসর কর্মকর্তা হিসেবে।
নিজেকে সেনাবাহিনীর বড় কর্মকর্তা হিসেবে পরিচয দিয়ে সিকিউরিটি গার্ড কোম্পানিতে যারা গার্ডের চাকুরীর জন্য আসে তাদেরকে তিনি লোভ দেখান সরকারী বা বেসরকারী উচ্চ বেতনের চাকুরীর। আর এভাবেই প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকা।
র্যাব-১ এর উপ-অধিনায়ক মেজর জানান, আটক আশিকুর রহমান শিমুল একজন প্রতারক চক্রের সদস্য। তিনি দীর্ঘদিন ধরে ঢাকা এবং এলাকার স্থানীয় জনগণের সঙ্গে লেফটেন্যান্ট পরিচয় দিয়ে বিভিন্ন প্রতারণা করে আসছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।