ঢাকা শনিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৫, ৩০শে ভাদ্র ১৪৩২


গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত


প্রকাশিত:
২৭ নভেম্বর ২০১৮ ০২:০৬

গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় নাইম হাসান নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। সোমবার দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাইম হাসান উত্তরার ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজীর (আইইউবিটি) অনার্স ৪র্থ বর্ষের ছাত্র।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, টঙ্গী কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় কভার্ডভ্যানের নিচে চাপা পড়েন নাইম হাসান। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যায়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
নাইম হাসান উত্তরা আইইউবিটি অনার্স ৪র্থ বর্ষের ছাত্র ছিলেন। ঘটনার পর এলাকাবাসী মহাসড়ক প্রায় দেড় ঘন্টা অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে গাড়ি চলাচল শুরু হয়।

নিহত নাইম হাসান পাবনার আতাইকুলা গ্রামের আবুল হাসেমের ছেলে।