ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


ঈদে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেবে জবির বাস


৯ জুলাই ২০২১ ১৯:৪২

আপডেট:
১২ মে ২০২৫ ০৫:০৮

আসন্ন কোরবানির ঈদে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস। চলমান কঠোর লকডাউনে অনেক শিক্ষার্থী ঢাকায় আটকে আছেন। তাদের বাড়িতে পৌঁছে দিতে আগামী ১৩ জুলাইয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবেদন করতে বলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল ও ছাত্রকল্যাণ পরিচালক আবদুল বাকি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় অবস্থানরত ঈদের ছুটিতে ঢাকা ছাড়তে ইচ্ছুক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বহস্তে নিম্নলিখিত তথ্যাদি উল্লেখপূর্বক প্রক্টর ও ছাত্রকল্যাণ পরিচালক বরাবর একটি আবেদনপত্র জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হলো। কোনো শিক্ষার্থী সরাসরি আবেদনপত্র জমা দিতে না পারলে তাদেরকে চেয়ারম্যান/বিভাগীয় প্রধানের ই-মেইলে সফটকপি প্রেরণ করতে নির্দেশ দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৩ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রক্টর ও ছাত্রকল্যাণ অফিসে আবেদন জমা নেওয়া হবে।

আবেদনের পদ্ধতি নিয়ে জানতে চাইলে প্রক্টর বলেন, এত বেশি আনুষ্ঠানিকতার কিছু নেই। একটা কাগজে ছাত্রছাত্রীর নাম, অধ্যয়নরত বিভাগের নাম, আইডি/ রোল নং, ব্যাচ ও সেশন, বর্তমানে অধ্যয়নরত সেমিস্টার, গন্তব্য জেলার নাম লিখে জমা দিলেই হবে।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইমদাদুল হক বলেন, ‘আমাদের আগে দেখতে হবে কত সংখ্যক শিক্ষার্থী ঢাকায় আটকে আছে। শিক্ষার্থীদের যারা বাড়ি যেতে ইচ্ছুক তাদের আবেদন করতে বলা হয়েছে। আবেদন শেষ হলে শিক্ষার্থী সংখ্যার অনুপাতে বিভাগীয় শহরগুলোর জন্য বাস দেওয়া হবে। যারা খুবই ইমার্জেন্সি বাড়ি যেতে হবে, তারাই আবেদন করুক।’


জগন্নাথ বিশ্ববিদ্যালয়