ঢাকা বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৬


২৮ জুন ২০২১ ০৪:১৩

আপডেট:
২ মে ২০২৪ ০৮:৪৩

ঢাকার মগবাজার ওয়ারলেস গেটে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার সন্ধ্যার পর বিকট শব্দে ওই এলাকা কেঁপে ওঠে বলে স্থানীয়রা জানান।

তারা বলেন, কয়েকটি ভবনের পিলার ধসে পড়েছে, কাচ ভেঙে পড়েছে সড়কে।

রমনা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ফয়সালুর রহমান হতাহতের তথ্য নিশ্চিত করেন।

পুলিশের রমনা থানার ডিসি সাজ্জাদুর রহমান বলেন, বড় বিস্ফোরণ হয়েছে। বোম ডিজপোজাল ইউনিট কাজ করছে।তারা বিস্ফোরণের সূত্রপাত জানাবেন। বিস্ফোরণের শব্দ শুনে আমরা এসেছি। একটি ভবনের ফ্লোর এবং একতলার ছাদ ধসে পড়েছে বলে জেনেছি। বিস্ফোরণে আশপাশের ভবনের গ্লাস-দরজা ভেঙে পড়ে। রাস্তা দিয়ে যাওয়া দুটি বাসের গ্লাসও ভেঙে পড়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। অগ্নিদগ্ধ অবস্থায় সাত জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, তিন তলা ভবনে বিস্ফোরণটি ঘটে। ভবনটির একাংশ ধসে গেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে।

ঘটনাস্থল থেকে আহত অবস্থায় বেশ কয়েকজনকে প্রাথমিকভাবে কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া।

উদ্ধার তৎপরতার জন্য মগবাজার-মৌচাক সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।