ঢাকা রবিবার, ৬ই জুলাই ২০২৫, ২২শে আষাঢ় ১৪৩২


টিকার দ্বিতীয় ডোজ নেয়ার ২ মাস পর করোনা আক্রান্ত এমপি গোপাল


প্রকাশিত:
৭ জুন ২০২১ ১৮:৫৮

করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নেয়ার প্রায় দুই মাস পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল।

শনিবার সন্ধ্যায় তার নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া যায়। এর আগে শুক্রবার জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টারে নমুনা দেয়া হয়।

বর্তমানে তিনি ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ের ন্যাম ভবনের এমপি হোস্টেলের ৬ নম্বর ভবনের ৩০২ নম্বর কক্ষে অবস্থান করছেন।

এমপি গোপাল জানান, সংসদে প্রবেশের আগে বাধ্যতামূলক করোনা টেস্ট করতে হয়। সে কারণে জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টারে নমুনা দেন।

শনিবার রিপোর্ট আসে তিনি করোনা পজিটিভ।

তিনি জানান, শরীরে জ্বর ও ব্যথা অনুভব করছেন। তবে শারীরিকভাবে ভালো আছেন।

জানা গেছে, দেশে করোনার টিকা কার্যক্রম শুরুর প্রথম দিনই ৭ ফেব্রুয়ারি এমপি গোপাল কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা নেন। গত ৮ এপ্রিল তিনি করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।