ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


কৃষকের ধান কেটে দিলেন অভয় নগর উপজেলা ছাত্রলীগ


২৮ এপ্রিল ২০২১ ০০:০১

আপডেট:
২৮ এপ্রিল ২০২১ ০০:০৪

বাম্পার ফলন হলেও করোনাভাইরাসের প্রভাবে ফসল ঘরে তুলতে শ্রমিক ও আর্থিক সংকটের কারণে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক। এ অবস্থায় দলীয় নেতাকর্মীদের কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আহ্বানে সাড়া দিয়ে সারা দেশের ন্যায় দল বেঁধে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছেন যশোর জেলার অভয়নগর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। অভয়নগর উপজেলা ছাত্রলীগের সদস্য শেখ আব্দুল্লাহ নেতৃত্ব এই ধান কেটে দেওয়া হয়।

এ সময় অভয়নগর উপজেলা ছাত্রলীগের সদস্য শেখ আব্দুল্লাহ নেতৃত্ব ছাত্রলীগের নেতাকর্মীরা অভয় নগর এলাকার কৃষকের  প্রায় তিন বিঘা জমির ধান কেটে তাঁর বাড়িতে পৌঁছে দেন। এ সময় তাঁরা ধান মাড়াইয়ের কাজেও অংশ নেন। শ্রমিকবেশে কাজ করার অভিজ্ঞতা ছাত্রলীগের জন্য নতুন কিছু নয় বলে মনে করেন দেশের প্রাচীন ও বৃহৎ ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।

এসময় অভয় নগর উপজেলা ছাত্রলীগ সভাপতি প্রত্যাশী শেখ আব্দুল্লাহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে দেশের এই ক্রান্তিকালে সব সংকট মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি সফল করতে যশোর জেলা ছাত্রলীগের নির্দেশে  অভয় নগর উপজেলা ছাত্রলীগ প্রতিজ্ঞাবদ্ধ। গত বছর করোনা মহামারিতে শ্রমিক সংকটে যখন কৃষকেরা ধান কাটতে পারছিলেন না তখন জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারা দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে। গত বছরের মতো এবারও যখন করোনা সংক্রমণ বাড়তে থাকতে, তখন সারা দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা শ্রমিক সংকটে পড়া অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন। চলমান সংকটে সারা দেশের ন্যায় অভয় নগর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকদের পাশে থাকবেন।’

জমির মালিক বলেন, ‘চলমান লকডাউনের কারণে জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় পড়েছিলাম। যানবাহন চলাচল বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে ধানকাটা শ্রমিক আসতে পারছে না। ফলে এলাকায় দেখা দিয়েছে ধানকাটা শ্রমিক সংকট। মাঠে পাকা ধানগুলো নষ্ট হওয়ার পথে খুবই দুশ্চিন্তায় ছিলাম। আমার এমন অসহায়ত্বের কথা শুনে ছাত্রলীগের নেতাকর্মীরা টাকা-পয়সা ছাড়াই আমার তিন বিঘা ক্ষেতের ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। তাদের এ সাহায্যের কথা আমি কখনো ভুলব না।’

ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘করোনা সংক্রমণ রোধে লকডাউন ঘোষণা করার পর সারা দেশের বিভিন্ন এলাকায় অনেক কৃষক শ্রমিক সংকটে পড়েন। এতে তারা জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় পড়েন। করোনা পরিস্থিতির অবনতিতে আমাদের অভিভাবক কৃষিবান্ধব নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা গতবারের মতো এবারও এমন সংকটময় মুহূর্তে নিরুপায় অসহায় কৃষকের পাশে দাঁড়িয়ে ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন। অসহায় কৃষকের ধান কেটে সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত। সারা দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা শ্রমিক সংকটে থাকা কৃষকের পাশে থেকে এ কর্মসূচি চলমান রাখবে।’